Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে সিরাজুল ইসলাম ট্রাষ্টের নগদ অর্থ প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয়ের ১৫ জন কৃতি ছাত্র-ছাত্রীর মাঝে মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী স্মৃতি কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় কোন আনুষ্ঠানিকতা ছাড়া ট্রাষ্টের প্রতিষ্ঠাতা হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রওশন আরা বেগম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, নবীগঞ্জ প্রেসক্লাস সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর, নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ বদরুল ইসলাম চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ট্রাষ্টের প্রতিষ্ঠাতা হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফি এলাকার বাসিন্দা প্রফেসর রওশন আরা বেগম জানান, তার পিতা নবীগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা মরহুম মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরীর স্মরণে তিনি বিগত ২০০৪ সালে ব্যাংকে দুই লাখ টাকা স্থায়ী আমানত রেখে স্মৃতি কল্যাণ ট্রাষ্ট গঠন করেন। শর্তানুযায়ী প্রতি বছর উক্ত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ১ম থেকে ৩য় স্থান অধিকারী ও সর্বশেষ এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে যে সকল ছাত্র-ছাত্রী ১ম থেকে ৩য় ফলাফল বিবেচনায় ক্রমানুসারে ১ থেকে ৩য় নম্বর পায় তাদেরকে যথাক্রমে ১ হাজার ও ২ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়। গতকাল ১৫ জন ছাত্র-ছাত্রী মাঝে নগদ ১৮ হাজার টাকা প্রদান করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে,মরহুম মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী বি,এ,বি,টি একজন শিক্ষক ছিলেন। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছাত্র হিসেবে তিনি ১৯২১ সালে এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্রজীবন শেষে তিনি সিলেটের কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।