Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্যবস্থাপনা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করলেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবু জাহির ॥ চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নানা অব্যবস্থাপনা, দালালদের দৌরাত্ব ও কুকুর বিড়ালের উপদ্রব বৃদ্ধিতে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় ক্ষোভ প্রকাশ করলেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। গতকাল সকালে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিকালে হাসপাতালে জনগণের কাংখিত সেবা ও চিকিৎসা সেবা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠায় সংসদ সদস্য হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে দালালদের বিচরণ প্রতিরোধ করার জন্য একটি কমিটি গঠন করা হয়।
এমপি মোঃ আবু জাহির তার বক্তব্যে বলেন, হাসপাতালে চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করতে হবে। সকল চিকিৎসক ও কর্মচারীদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, সরকার সারা দেশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ করেছে। প্রয়োজনীয় ওষুধপত্রসহ চিকিৎসা উপকরণও দেওয়া হচ্ছে। কাজেই কাংখিত সেবা প্রদানে কোন ধরনের অবহেলা কাম্য নয়। তিনি হাসপাতাল কমপ্লেক্সে বহিরাগতদের গাড়ী পার্কিং, অতিরিক্ত লোকের অবাধ বিচরণ প্রতিহত করতে ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রউফ, সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, ডাঃ অসীত রঞ্জনব দাশ ও সমাজসেবার উপ পরিচালক শোয়েব আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য পরে হাসপাতালের নির্মানাধীণ ভবন পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।