Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে রাস্তাঘাট সংস্কারের দাবীতে এলাকাবাসীর সভা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার হামিদনগর-হরিতলা, হামিদনগর-চলিতাতলা রাস্তার বেহাল দশায় সরকারের নজরদারী না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন নিবেদন করার পরও রাস্তা মেরামতের পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসী প্রতিবাদ সভার আয়োজন করেন। গতকাল বিকাল ৫টায় হামিদনগর সড়কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতকাপন ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা আব্দুর নূর মানিক, এমএ জলিল তালুকদার, শাহ আহমদ আওলাদ, এলাইছ মেম্বার প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- বাহুবল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক, যা চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। চলিতাতলা-বক্তারপুর, হামিদনগর-চলিতাতলা, হামিদনগর-হরিতলা রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত শোচনী হয়ে পড়েছে। রাস্তায় সৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ছোট ছোট যানবাহন সহ সাধারণ মানুষ ঝুকি নিয়ে খুব কষ্টে চলাচল করতে হচ্ছে। রাস্তার পাশে বাড়ি ঘর নির্মাণ হওয়ায় রাস্তায় বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে রাস্তা ভেঙ্গে পড়ার কারণ বলে অনেকে মনে করছেন। সভায় রাস্তা মেরামতসহ রাস্তার পাশে ড্রেনেজ নির্মাণের দাবী জানান।
এদিকে রাস্তার করুণ দশার কারণে এলাকাবাসী ওই রাস্তায় চা বাগান, ফার্মসহ বিভিন্ন মাল বোঝাই ট্রাক্টর চলাচল না করতে মালিক ও চালকদের সাময়িকভাবে অনুরোধ করেন। অরপদিকে বাহুবল উপজেলার হরিতলার ধলিয়াছড়া বালু মহালে ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিক অভিযান চালালে ওই মহালের বালু উত্তোলন ও সরবরাহ বন্ধ করে দেয় প্রশাসন।