Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে হবিগঞ্জ পৌরসভার পাঁচটি টিম

স্টাফ রিপোর্টার ॥ গত দুদিনের টানা বর্ষণে হবিগঞ্জ পৌর এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শুক্রবার সকালে পৌরসভার পাঁচটি টিম বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে পরিচ্ছন্নতা অভিযান সরেজমিন পরিদর্শন করতে একটি টিম কাজ করে। পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিনের নেতৃত্বে ওই টিমে কাউন্সিলর প্রিয়াঙ্কা সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিস্কাশন) আবদুল কুদ্দুস শামীম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণ পরিচ্ছন্নতা অভিযান কাজ পরিদর্শন করেন।
পৌর এলাকার বাইরে রিচি ইউনিয়নের জালালাবাদ রোড সংলগ্ন খাল পৌরসভার পক্ষে পরিচ্ছন্ন করা হলে প্রবল বেগে শহরের পানি নিস্কাশিত হতে থাকে। শহরের বিভিন্ন ড্রেনে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে পানি নিষ্কাশন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। মেয়র আতাউর রহমান সেলিম ড্রেনে আবর্জনা ফেলা হতে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান।