Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ৩ যুবক ইরানের কারাগারে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৩ যুবকসহ বাংলাদেশের ২৯ জন নাগরিক ইরানে আটক থাকার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। আটককৃত লোকজন ইরান কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। তাদের দেশে ফেরত আনতে সরকারের নিকট আবেদন করলে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় তার উদ্যোগ গ্রহন করেছেন। সেই মোতাবেক ইরানে আটককৃত ২৯ জন নাগরিকের সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় তাদের নাম ঠিকানা যাচাই পুর্বক প্রয়োজনীয় কাগজ পত্র ও তথ্যাদিসহ প্রতিবেদন প্রেরনের জন্য বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, এসসিও উইং, রাজারবাগ ঢাকা থেকে ১৭০১ নং স্মারকে এক পত্রের প্রেক্ষিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে নবীগঞ্জের ৩ জনের মধ্যে ইরানে আটক রেনু মিয়া তার বাড়ি পানিউন্দা গ্রামে ফেরৎ এসেছেন। অপর দু’জন মোঃ আবেদ আলী পিতা আরিফ উল্লা, মিষ্টু মিয়া পিতা আছাব মিয়া এখনও ইরান আটক রয়েছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে দেয়া পত্রে তাদের ঠিকানা শুধু মাত্র নবীগঞ্জ, হবিগঞ্জ উল্লেখ্য করায় তদন্ত করতে যেয়ে পুলিশ পড়েছে বিপাকে। ইতিমধ্যে বেশ ক’টি ইউনিয়নের জন প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেও তদন্ত কর্মকর্তা এএসআই পান্না লাল দে এদের কোন পরিচয় পাচ্ছেন না বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। তিনি বলেন, তাদের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য ও কাগজ পত্র দিতে না পারলে তারা যদি প্রকৃত নবীগঞ্জের বাসিন্দা হয়, তাহলে আটককৃতরা দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়বে। তিনি ওই নামে কোন যুবক ইরানে আটক থাকার ব্যাপারে কোন তথ্য থাকলে নবীগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। এদিকে ইরানের বন্দিদশা থেকে ফেরত আসা নবীগঞ্জের পানিউন্দা এলাকার যুবক রেনু মিয়া জানান, অবৈধ পথে স্থানীয় দালালদের মাধ্যমে তারা ইরান পাড়ি দিয়েছিলেন। দালালদের সিন্ডিকেটের কারনেই ইরানে বন্দিদশায় থাকতে হয়েছে। আটককৃতরা মানবেতর জীবন যাপন করছে।