Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্বাচনে যারা বাঁধা দিবে, তাদের উপর ভিসানীতি প্রয়োগ হবে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ‘আর রাজনীতি করবে না’ মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে গতকাল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পৌর টাউন হলে এ সভা অনুষ্ঠিত হয়। মার্কিন ভিসানীতি প্রসঙ্গে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে আমেরিকা ভিসানীতি দেয়নি। তারা ভিসানীতি দিয়েছে যারা নিরপেক্ষ নির্বাচনে বাঁধা দিবে তাদের উদ্দেশ্যে। বিএনপি বলছে, তাঁরা নির্বাচন হতে দিবে না। নির্বাচনে যদি তারা বাঁধা দেয় তাহলে তাদের উপরেই মার্কিন ভিসানীতি প্রয়োগ হবে। আলোচনা সভা পরিচালনা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, অ্যাডভোকেট মোঃ আফীল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জজকোর্টের পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান জুনু।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফ। এতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন জেলা আওয়ামী লীগের সদস্য স্বপন লাল বণিক।