Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে জালিয়াতির মাধ্যমে পল্লী বিদ্যুতের মিটার স্থানান্তরের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জালিয়াতির মাধ্যমে পল্লী বিদ্যুত সমিতির মিটার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পশ্চিম মাধবপুর গ্রামের আক্তার মিয়া বাদী হয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতিতে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন। সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর পূর্বে আক্তার মিয়া হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের আওতায় আবেদনের মাধ্যমে তার নিজ নামে হিসাব নং ২০৮/৪৭৯৫ স্থাপন করে নিয়মিত বিদ্যুত বিল পরিশোধ করে আসছেন। কিন্তু সাংসারিক অস্বচ্ছলতার কারণে কিছু দিন স্থানান্তরে থাকায় বিদ্যুতের লোকদের যোগসাজসে তার মিটারটি পার্শ্ববর্তী ইন্তাজ উদ্দিনের ছেলে আবু বক্করের নামে নিয়ে নেয়। সে বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজারসহ নোয়াপাড়া জোনাল অফিসে একাধিক লিখিত আবেদন করেও এ ব্যাপারে কোনো সুরাহা পায়নি। আক্তার মিয়া আরো জানান, সম্পূর্ন আইন বহির্ভূতভাবে তার নিজ নামে থাকা মিটারটি পল্লী বিদ্যুতের লোকজন মোটা অংকের উৎকোচের বিনিময়ে পার্শ্ববর্তী আবু বক্করের ঘরে স্থাপন করে দেন। তিনি আরো জানান, এ নিয়ে জোনাল অফিস নোয়াপাড়া সহ হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির শায়েস্তাগঞ্জ অফিসে লিখিত অভিযোগ সহ বার বার যোগাযোগ করেও এ ব্যাপারে কোনো ফলাফল পাওয়া যায়নি। এ অভিযোগের ব্যাপারে নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম এএইচএম আরিফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদেরকে অভিযোগটি নিয়ে অফিসে আসলে কথা বলা যাবে বলে জানান।