Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে অঞ্জনা হত্যাকাণ্ডের প্রতিবাদে সচেতন নাগরিক কমিটির নতুন কর্মসূচী

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে কিশোরী অঞ্জনা হত্যাকাণ্ডের প্রতিবাদে সচেতন নাগরিক কমিটির নতুন কর্মসূচী ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার রাত ৮ টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ সচেতন নাগরিক কমিটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম। অলিউর রহমান অলির পরিচালনায় বক্তব্য রাখেন চৌধুরী ফয়ছল শোয়েব, আব্দুল আলীম ইয়াছিনী, হারুনুর রশীদ হারুন, এম. এ খালেক, মনর উদ্দিন, সাহেব আলী, মাওঃ আব্দুর রকীব হক্কানী, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, আহমদ ঠাকুর রানা, রুহুল আমীন, পিন্টু পুরকায়স্থ, নুরুল আমীন, আব্দুল কাইয়ূম, তপন মালাকার, আলাল হোসাইন, সায়েদ আলী প্রমূখ। সভায় আগামী ২৪আগস্ট রবিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পোষ্টার, লিফলেট বিতরণ কর্মসূচী ঘোষণা করা হয়।
এদিকে অঞ্জনা হত্যাকান্ডের তীব্র নিন্দা ও খুনী সজল সহ সকল আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছে সনাতন ধর্মাবলম্বী ছাত্র পরিষদ। গতকাল সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারীগণ হলেন সনাতন ধর্মালম্বী ছাত্র পরিষদের আহ্বায়ক তপন মালাকার, সদস্য সচিব রাজিব ভট্টাচার্য, যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ গোপ, অলক কুমার দাশ, বাপ্পী আচার্য্য, সুকান্ত দাশ, সাজু চক্রবর্তী, রিপন গোপ, নয়ন দাশ, কনক মালাকার, সুশেন দাশ, বিপ্লব মালাকার, নেপাল শীল, সুমন রায়, মিল্টন সরকার, বিংকু কুমার দাশ, পার্থ সারথী দেব প্রমূখ।