Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আলু, পেয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের দামে সরকারি নিয়ম মানছে না ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার ॥ আলু, পেয়াজ ও ডিমসহ কয়েকটি পণ্যের মূল্য সরকার খুচরা পর্যায়ে নির্ধারণ করে দিলেও মানছেন না হবিগঞ্জের ব্যবসায়ীরা। গত দুই সপ্তাহ ধরে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। ভোক্তা অধিকার জরিমানা করলেও সিন্ডিকেট ব্যবসায়ীদের আটকানো যাচ্ছে না।
অভিযোগ আছে, শহরের সবজি বাজারে দাম আকাশছোয়া। বাজারে গেলেই অনেকের মাথায় হাত দিতে হয়। এর মাঝে ৩০-৩৫ টাকা কেজির আলু চলে গেছে ৫০-৬০টাকা, পেয়াজেরও একই অবস্থা। এ ছাড়া, সবজি, মুখি, ঢেড়শ, পটল, পেঁপে, বরবটি, টমেটোসহ বিভিন্ন সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে ক্রেতারা শহরের চাষী বাজার, শায়েস্তানগর, চৌধুরী বাজারসহ বিভিন্ন বাজারে প্রশাসনের নিকট প্রতিদিন মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।