Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা যুবলীগের কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের হবিগঞ্জ জেলা শাখার নব-গঠিত কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি মোঃ আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে ও সংগ্রামী সাধারণ সম্পাদক একেএম মইন উদ্দিন চৌধুরী সুমনের পরিচালনায় বর্ধিত সভায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা তৈয়বুর রহমান ও গীতা পাঠ করেন বাসন্তি রাণী দাস। বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় সুজন, আব্দুর রউফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল মোল্লা, বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, এমএ মামুন, মোঃ মানিক মিয়া, মুহিবুর রহমান মাহি, ত্রান বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান। আরও বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া, সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, সাধারন সম্পাদক মোঃ কাসেম মিয়া, বাহুবল উপজেলা যুবলীগের সৈয়দ আব্দুল গফ্ফার মিলাদ, এমএ রশিদ, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবুল রায়, তোফায়েল ভূইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, শেখ নোমান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, লাখাই উপজেলা যুবলীগের আহ্বায়ক ইকরামুল মজিদ শাকিল, কাওছার আহমেদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম আহমেদ কাজল, মোঃ লোকমান হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের ফজল উদ্দিন তালুকদার, মোঃ জাকির হোসেন, নবীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, চুনারুঘাট পৌর যুবলীগের নাজমুল হোসেন বকুল, আব্দুর রহমান।
জেলা যুবলীগ সভাপতি আবুল হোসেন তার বক্তব্যে, যুবলীগের প্রত্যেকটি ইউনিটকে শক্তিশালী করার লক্ষে প্রত্যেক উপজেলায়ও বর্ধিত সভার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪টি আসনে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেয়া হয় এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রত্যেক নেতাকর্মীকে আহ্বান জানানো হয়। সাধারণ সম্পাদক একেএম মইন উদ্দিন চৌধুরী সুমন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।