Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলার শিক্ষকবৃন্দের মতবিনিময় সভায় বিটিএ ॥ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ব্যাপারে আমরা খুবই আশাবাদী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার হাজারো শিক্ষকের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিটিএ সভাপতি অধ্যক্ষ মো: বজলুর রহমান মিয়া।
হবিগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুস সালামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিটিএ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো: আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো: ইকবাল হোসেন, সহ-আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মানিক রাজু ও হবিগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি কাজী কামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- হবিগঞ্জ শিক্ষক সমিতির সদস্য সচিব মো: গোলাম আকবর চৌধুরী। সভায় বক্তব্য রাখেন- লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মো: আমিরুল ইসলাম আলম।
অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার শিক্ষক সমিতির সভাপতি/ সম্পাদক বক্তব্য রাখেন। বক্তারা হলেন- হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি রোকেয়া খানম, চুনারুঘাট উপজেলা সভাপতি ফরিদ আহমেদ, লাখাই উপজেলা সভাপতি লিটন সূত্রধর, নবীগঞ্জ উপজেলা সভাপতি মো: লুৎফর রহমান ও সম্পাদক মো: বদরুল আলম, বাহুবল উপজেলা সম্পাদক মো: মুজিবুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি সুনীল রঞ্জন দাস, মাধবপুর উপজেলা সভাপতি তাছাদ্দুক আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি মো: আব্দুল মান্নান, বানিয়াচং উপজেলা সম্পাদক আহসান হাবীব মানিক, জে,কে, এন্ড এইচ,কে, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার ছাতক ইউনিয়ন এসবিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন, সিলেট জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও সিলাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক যথাক্রমে মো: শাহনেওয়াজ ও মো: রেজাউল ইসলাম।
সহকারী শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন- মো: জামাল মিয়া, নিরেশ চন্দ্র দাস, শাহীনুর রহমান, মো: নুরুল আমীন, তাহমিনা বেগম ও মিজানুর রহমান। অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত করেন মাওলানা আশরাফুল ওয়াদুদ ও গীতা পাঠ করেন ইমন রাণী দাশ। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন পিন্টু চন্দ্র শীল, ইমন রাণী দাশ প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ব্যাপারে আমরা খুবই আশাবাদী। আমরা প্রত্যাশা করছি, নির্বাচনের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে একটি সুখবর পাবো। আপনারা নিরাশ হবেন না। মানবতার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।