Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে অচেতন করে চুরির ঘটনায় ডাকা মানববন্ধন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক ছিটিয়ে লোকদের অচেতন করে চুরির ঘটনায় ডাকা মানববন্ধন প্রত্যাহার করা হয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ৭ দিনের সময় চাইলে এ মানববন্ধন প্রত্যাহার করা হয় বলে জানা গেছে। গতকাল শুক্রবার বিকালে শায়েস্তাগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
উল্টো গত বৃহস্পতিবার রাতে নতুন করে দৈনিক জনকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি মামুন চৌধুরীর চাচার বাসার জানালা দিয়ে স্প্রে নিক্ষেপ করে আতংক তৈরি করে দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে চিৎকার চেচাঁমেচি শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ছাড়া শায়েস্তাগঞ্জ পূবালী ব্যাংকের ক্যাশিয়ার এনামুল হাসান চৌধুরীর বাসায় স্প্রে পার্টির সদস্যরা আক্রমণ করে। গতকাল শুক্রবার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের উবাহাটা গ্রামের চুনারুঘাট রোডে এস আর আবাসিক এলাকার ভাড়াটিয়া পূবালী ব্যাংকের ক্যাশিয়ার এনামুল হাসান চৌধুরীর বাসায় দুর্বৃত্তদের আক্রমনে ওই পরিবারের ৬ জন অসুস্থ হন।
এনামুল হাসান চৌধুরীর স্ত্রী তিনি বলেন, গতরাত সাড়ে ১০টার পরে রাতের খাবার শেষে আমার স্বামী বাসার বাহিরে টং দোকানে পান খাওয়ার জন্য বাহির হলে রাস্তায়ই তিনি অসুস্থতা বোধ করেন। এমতাবস্থায় উনি বাসায় ফিরে আসেন। আমি তাকে জিজ্ঞেস করি উনি কোন কিছু খেয়েছেন কিনা। উনি তখন অস্বীকার করেন এবং দাঁড়িয়ে থাকতে পারছেননা। উনার সাথে কথা বলা অবস্থায় আমি নিজেও অসুস্থতা অনুভব করতে থাকি। এরই মাঝে আমার ফ্যামেলির আরো চারজন অসুস্থতা অনুভব করে। তাৎণিক আমি আমার আত্মীয়দের বাসায় ফোন করলে তারা এসে আমাদেরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। সকালবেলা আমি চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে ওই ব্যাপারটি অবগত করি। চেয়ারম্যান সাহেবের কথামত থানায় একটি ডায়েরিও করি।
এব্যাপারে ক্যাশিয়ার এনামুল হকের চাচা বলেন, চুনারুঘাট থানা পুলিশ আমার সাথে ফোনে যোগাযোগ করে এসে তদন্ত করেছেন। তবে দারগা সাহেব বলেছেন সম্ভবত দুর্বৃত্তরা খাবারের সাথে কোন কিছু মিশিয়ে দিয়েছে।
এদিকে উপজেলা প্রশাসনের আশ^াসে গতকাল মানববন্ধন স্বগিত করে নিলেও স্বস্তিতে নেই সাধারণ মানুষ। তারা বাসা বাড়িতে নিজ উদ্যোগে পাহারার ব্যবস্থা করেও স্প্রে পার্টির সদস্যদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারছেন না। স্থানীয় পুলিশ বিষয়টি হালকাভাবে নেয়ায় মানুষের মন থেকে এই আতংকটি দূর করা যাচ্ছে না বলে মনে করছেন ভুক্তভোগীরা। একের পর এক এমন ঘটনার খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করলেও স্থানীয় পুলিশ বলছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা।
স্থানীয় লোকজন বলছেন, কয়েকদিনের মধ্যে একই কায়দায় ১৫ থেকে ২০টি বাসায় স্প্রে নিক্ষেপ করে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা চেষ্টা করেছে আরও অন্তত ২০টি বাড়িতে চুরি করার। কিন্তু এই অপরাধগুলো দমনে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ব্যর্থতার পরিচয় দিয়েছে। শায়েস্তাগঞ্জ থানা পুলিশের দাবি, একটি চক্র বাড়িগুলোতে চেতনানাশক ছিটানোর নামে গুজব ছড়াচ্ছে। চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ এ কথা বললেও স্থানীয় জনতা বলছেন, শায়েস্তাগঞ্জে পুলিশের টহল তেমন একটা দেখা যায় না। কিংবা কমিউনিটি পুলিশিং ব্যবস্থাও কার্যকর নেই। যে কারণে এমন ঘটনা বাড়ছে। পুলিশ এসব ঘটনাকে গুজব দাবি করলেও- অপরাধ দমনে পুলিশ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃংখলা কমিটির সর্বশেষ মাসিক সভায় চেতনানাশক ছিটিয়ে লোকদের অজ্ঞান করে একের পর এক চুরির ঘটনা আলোচনা হয়। এ সময় কমিটির অন্যান্য সদস্য বিশেষ করে স্থানীয় সরকারের প্রতিনিধিরা ওসির সমালোচনা করেন বলেও সভার একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, এতগুলো ঘটনার পরও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অপরাধ দমনে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। একজন আসামিকে র‌্যাব ও আরেকজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। পুলিশের এমন নীরব ভূমিকা এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি করছে।