Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের শায়েস্তাগরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ॥ হবিগঞ্জের ৪ নেতা ঢাকায় গ্রেপ্তার ২ দিনের রিমান্ড মঞ্জুর


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, মিল্লাদ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ঢাকা সিএম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তারা পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিতে ঢাকায় যান। তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ৫৪ ধারায় ১০ দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে ডিবি কাযালয়ে প্রেরন করেন।
গত ১৯ আগস্ট হবিগঞ্জে বিএনপি পুলিশের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হন। এতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গুরুতর আহত হন। তার বাম চোখ মারাত্মক জখম হয়েছে। এ ঘটনায় ২১ আগস্ট পুলিশ বাদী হয়ে ৭শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় পুলিশ অ্যাসল্ট এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।