Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে সভায় নবাগত জেলা প্রশাসক ॥ কোন শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না শিক্ষার্থীরা


মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোন ছাত্র-ছাত্রী যেন মোবাইল ফোন সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে সকল প্রতিষ্টান প্রধানদের দায়িত্ব নিতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে। বানিয়াচংয়ে শিক্ষার হার সন্তোষজনক নয়। শিক্ষার হার বাড়াতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা পর্য্যায়ে কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান’র সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামছুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেবী চন্দ আরো বলেন, উপজেলা পর্য্যায়ের সকল শিক্ষা প্রতিষ্টানগুলো নিয়মিত পরিদর্শন বাড়াতে হবে, এক্ষেত্রে তিনি ইউএনওকে নিয়মিত শিক্ষা প্রতিষ্টানগুলো পরিদর্শন করতে নির্দেশ প্রদান করেন। এছাড়া ছাত্ররা ঠিকমত স্কুল কলেজে আসছে কিনা এজন্য নিয়মিত তাদের হাজিরা নিশ্চিতসহ এ বিষয়গুলোর আলোকে অভিভাবকদের নিয়ে নিয়মিত সভা করার বিষয়ে শিক্ষা প্রতিষ্টান প্রধানদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক বানিয়াচং উপজেলা পরিষদ ভবনে নবনির্মিত শহীদ ক্যাপ্টেন শেখ কামাল লাইব্রেরীর উদ্বোধন করেন এবং বানিয়াচং উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে আলাদাভাবে তাদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় বীরমুক্তিযোদ্ধাগণ তাদের বিভিন্ন দাবীদাওয়া উত্তাপন করলে জেলা প্রশাসক গুরুত্বসহকারে তাদের কথাগুলো শুনেন এবং সার্বিকভাবে তাদের পাশে থাকার আশ^াস প্রদান করেন।