Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ “রোপন করলে ফলের চারা, আসবে সুখের জীবন ধারা” এই শ্লোগানকে সামনে নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার শাখা ব্যবস্থাপক মোঃ বুরহান উদ্দীনের সভাপতিত্বে ও মাঠ কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় ও মাঠ কর্মকর্তা মো: আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মোঃ ওমর ফারুক খান। প্রধান অতিথি কুর্র্শি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার বৃক্ষ রোপন কর্মসূচী-২০১৪ইং উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, জোন অফিসের প্রিন্সিপাল অফিসার মো: আশরাফ উদ্দিন, আরডিএস জোন অফিসার মো: সাইফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক শুধুমাত্র ব্যাংকিং কার্যক্রমই পরিচালনা করছে না বরং সামাজিক কর্মকান্ডেও অবদান রাখছে। তিনি প্রকল্পের সদস্যদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। বিশেষ অতিথি কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান তার বক্তব্যে বলেন, নবীগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহকদের ব্যাংকিং সেবার মান বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও অবদান রাখছে। তিনি তার ইউনিয়নে এনাতাবাদ গ্রামকে আদর্শ গ্রাম নির্বাচন করায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক অবস্থা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।