Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে আটক ৩০টি মহিষের রক্ষণাবেক্ষণ করতে কোর্টের নির্দেশ ॥ ৬ আগস্ট শুনানী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিজিবির হাতে আটক ৩০টি মহিষের রক্ষণাবেক্ষণ করতে বিজিবির সিইও’কে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ নির্দেশ দেন। এর আগে ৩০টি মহিষ আটকের ঘটনায় হবিগঞ্জের ৫৫ বিজিবি কোম্পানির সিইকে ১ আগস্ট ২ দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হলেও গতকাল ৩ আগস্ট দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত তা প্রতিপালিত না হওয়ায় বৃহস্পতিবার নতুন আদেশ দেন। আটককৃত পশুর বিষয়ে পরবর্তী আদেশ দেয়া পর্যন্ত মহিষগুলির খাবার ও পরিচর্যা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে। মহিষগুলির মালিক বেলাল হোসেন ও পিয়ারুল তাদের জিম্মায় নেওয়ার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। এর আগে গত ১ আগস্ট বিকাল ৩টার দিকে আটক ৩০টি মহিষ ধুলিয়াখাল বিজিবি ক্যাম্পে নিলাম করার জন্য মাইকিং করা হয়। কিন্তু এ নিয়ে আদালতে দরখাস্ত দিলে নিলাম স্থগিতের আদেশ দেন বিচারক। আদেশে উল্লেখ করেন স্পেশাল ম্যাসেঞ্জারের মাধ্যমে আদেশের কপি বিজিবি ক্যাম্পে প্রেরণের জন্য। আদেশ পাওয়ার পর নিলাম স্থগিত হয়ে যায়। প্রসঙ্গত, মাধবপুরের জগদীশপুর থেকে ট্রাক বোঝাই ৩০টি মহিষ বিজিবির সদস্যরা আটক করে ক্যাম্পে নিয়ে আসে। মহিষের মালিক বেলাল ও পিয়ারুল ১ আগস্ আদালতে বাদি হয়ে দরখাস্ত দেন।