Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের সঈদপুর বাজার ফাযিল মাদ্রাসার নবীন বরণ ও প্রবীন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী সঈদপুর বাজার ফাযিল মাদ্রাসার আলিম ক্লাশের শিক্ষার্থীদের বরণ ও প্রবীন শিক্ষক উপাধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল মতিন চৌধুরী সাহেবের বিদায়ী সংবর্ধনা গত রবিবার প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আইয়ূব আলীর সভাপতিত্বে ও ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলিম ১ম বর্ষের ছাত্র মোজাক্কির আহমদ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সহ সভাপতি মাওঃ মোস্তফা আহমদ, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান পেয়ারা, সানাউর খান, ফরিদ আলী, ইংরেজী প্রভাষক ইউনুস আলী, আরবী প্রভাষক মাওঃ মকবুল আহমদ, ইসমাঈল হোসেন জসিম, হাবিবুর রহমান, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, মহি উদ্দিন, আব্দুস সালাম প্রমুখ। বিদায়ী উপাধ্যক্ষের উদ্দেশ্যে মান পত্র পাঠ করেন ছাত্র-ছাত্রীর পক্ষে ফাযিল ৩য় বর্ষের ছাত্র মোঃ ইমাদ উদ্দিন, শিক্ষকদের পক্ষে মানপত্র পাঠ করেন বাংলা প্রভাষক নজরুল ইসলাম। এছাড়াও ছাত্র-ছাত্রী সংসদ ও গভর্নিং বডির পক্ষ থেকে বিদায়ী উপাধ্যক্ষকে বিভিন্ন পুরস্কার প্রদান ও নবীনদের বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুল মাওঃআব্দুল মতিন চৌধুরী, অধ্যাপক মাওঃ শামছুল ইসলাম, অধ্যাপক মাওঃ মিছবাহ উদ্দিন, প্রভাষক মাওঃ মিজানুর রহমান, বাংলা প্রভাষক নজরুল ইসলাম, ইতিহাস প্রভাষক এম.এ মান্নান, গণিত প্রভাষক মোঃ জামাল উদ্দিন, ওমর আলী, আলী নূর, ইবতেদায়ী প্রদান আইয়ূব খান, হাবিবুর রহমান, মাসুদ হোসেন আকন্দ, অলি উল্লাহ, সালেহ উদ্দিন, নূরুল আলম, লিকছন আহমদ, জুমা বেগম, লাকি বেগম প্রমুখ। উল্লেখ্য এবছর আলিম পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে সঈদপুর বাজার ফাযিল মাদ্রাসাটি সিলেট বিভাগে ২য় স্থান অর্জন করেছে।