Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্ত্রীর বড় বোনের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবী ॥ নবীগঞ্জে অপহরণকারী আটক ॥ অপহৃত উদ্ধার

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহা-সড়কের নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে অপহৃত এক শিশুসহ পাচারকারীকে আটক করেছে স্থানীয় জনতা। অপহৃত শিশুটির নাম রাকিব মিয়া (১০)। সে ৩য় শ্রেনীর ছাত্র। তার বাবার নাম মোঃ আবুল বাসার। বি-বাড়িয়া জেলার সরাইল থানার রানীদিয়া গ্রামের বাসিন্দা সে। ছেলে অপহরণের সংবাদ শুনে দিন মজুর পিতা আব্দুল বাসার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মূর্মুষ অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটক পাচারকারী হচ্ছে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র জাকির হোসেন (৩০)। ওই শিশুটি জাকির হোসেনের স্ত্রীর বড় বোনের ছেলে। গত মঙ্গলবার সন্ধায় মৌলভীবাজার কুসুমবাগ এলাকা থেকে রাকিবকে কৌশলে অপহরণ করে নিয়ে আসে জাকির। এর পর মুক্তিপণ হিসাবে ৯০ হাজার টাকা দাবী করে। নতুবা ওই শিশুকে পাচারকারীদের হাতে বিক্রি করে দেওয়ার হুমকি দেয়। এমনকি একটি বিকাশ নাম্বার শিশুর মা ও আত্মীয় স্বজনদের কাছে দিয়ে দেয়। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে ওই অপহরনকারীকে মুক্তিপনের টাকা পরিশোধের কথা বলে কৌশলে শিশু সহ আটক করে অপহৃত রাকিবের আত্মীয় স্বজন। পরে আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এর কার্যালয়ে নিয়ে উক্ত ঘটনার বিবরণ শুনে থানা পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এস আই নজরুল ইসলাম শিশু অপহরণকারী জাকির হোসেন ও অপহৃত শিশুকে পুলিশের হেফাজতে থানায় নিয়ে যায়। অপহৃত শিশুর মা রুবিনা বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, অপহরণকারী জাকির তার ছোট বোনের জামাই হয়। তিনি গত কয়েক দিন আগে মৌলভীবাজার শহরের বরাট এলাকায় তার মাতাকে দেখতে আসেন। তার মাতা একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। অপহরণকারী আউশকান্দি বাজার এলাকার একটি কলনিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে তার নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিল। তার জেটালি মৌলভীবাজার আসার সংবাদে সে গত শনিবারে মৌলভীবাজার গিয়ে ওই শিশুটিকে অপহরণ করে নিয়ে বিভিন্ন স্থানে অবস্থানের পর আউশকান্দি থেকে ওই শিশুর মাতা ও আত্মীয় স্বজনদের কাছে একটি বিকাশ নাম্বার দেয় টাকা পরিশোধের জন্য। ওই নাম্বারের সূত্র ধরে বিকেল অনুমান ৪টায় একটি কলোনী থেকে অপহরকারী জাকিরকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস আই নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আত্মীয়তার মধ্যে তাই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। মামলা যদি হতেই হয় তাহলে মৌলভীবাজার মডেল থানায় হবে। অপর দিকে অপহৃত শিশু রাকিব জানায়, তাকে বেড়ানোর কথা বলে তার খালু জাকির তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল এবং তাকে কোথায় নিয়ে গিয়েছিল সে কিছুই বলতে পারেনা। তার মা রুবিনা বেগম বলেন, তার কাছে জাকির মোবাইল ফোনে মুক্তিপণের ৯০ হাজার টাকা দাবী করে। অন্যতায় ৩দিন পরে তার শিশুকে আর পাবেনা বলে হুমকি দিয়েছিল।