Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের একতা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ বাতিলের দাবী

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের একতা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন কাগাপাশা ইউনিয়নের হলিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুষেন চৌধুরীর ছেলে সৌরভ চৌধুরী। ৪ জুলাই এ লিখিত অভিযোগে তিনি উল্লেখ্য করেন বানিয়াচঙ্গের একতা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর জন্য একজন কম্পিটার অপারেটর নিয়োগ দেওয়ার কথা শুনে আসছেন। এই নিয়োগের সংবাদ শোনার পর থেকে ৩ মাস ধরে অভিযোগকারী ও তার মা প্রধান শিক্ষক আব্দুল মান্নান চৌকদারের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছেন। কিন্তু যোগাযোগ করলেই প্রধান শিক্ষক বলেন- নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। যখন শুরু হবে জানানো হবে।
এরই মাঝে গত ২৬ জুন বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে নির্বাচনীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন পরীক্ষায় ৬জন অংশ গ্রহন করেন। এতে সাবেক চেয়ারম্যান মোতালিব মিয়ার কন্যাকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সন্তান সৌরভ চৌধুরীসহ এলাকাবাসী।