Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে জন্মাষ্টমীর উৎসবে সমাজকল্যানমন্ত্রী- শচীঅঙ্গণের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাব

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, “বাহুবলের সাথে আমার সম্পর্ক আজকের নয়, সেই মুক্তিযুদ্ধের সময় থেকে। একাত্তরে বাহুবলের পাহাড়ে-জঙ্গলে বহু ঘুরেছি। তাই বাহুবলের প্রতি টানও আমার বেশী।” তিনি গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার জয়পুরস্থ শ্রী শ্রী শচী অঙ্গন ধামে জন্মাষ্টমী উৎসব-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথা বলেন।
মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, এ মন্দিরের উন্নয়নে সর্বাত্বক চেষ্টা চালাবো।”
প্রফেসর নিখিল ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীরঞ্জন সাহা নীর”।
সভায় উপস্থিত পূন্যার্থী নারী-পুরুষদের উদ্দেশ্যে সমাজকল্যান মন্ত্রী বলেন, “আসুন উলুধ্বনি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করি।” এ পর্যায়ে সম্মিলিত কণ্ঠে সকলে উলুধ্বনি শুরু করেন। উলুধ্বনি শেষ হলে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আত্মা সমাবেশের আশপাশে আছে, তিনি আশির্বাদ দিচ্ছেন। আমি সৈয়দ বংশের ছেলে হিসেবে বলছি, আপনাদের কোন স্বপ্ন ব্যথা যাবে না।” এক পর্যায়ে মন্ত্রী গান শুরু করেন।