Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রোগীর চিকিৎসা নিয়ে ডাক্তার ও আয়ার ঝগড়া

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার দুটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে জনৈক রোগী চিকিৎসা নিয়ে ডাক্তার ও আয়ার পরস্পর বিরোধী অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। গতকাল দুপুরে ওই বাজারের জালালী ফিজিও থেরাপীর আয়া মজনুফা বেগম ও রাম বাবু চিকিৎসা কেন্দ্র ডাক্তার হাসান-উজ-জামানের মধ্যে এঘটনা ঘটে। স্থানীয় লোকজন দু’জনকেই নিবৃত করেন। এনিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাংলাবাজার রশিদ ম্যানশন ভাড়া নিয়ে জালালী ফিজিও থেরাপী এন্ড মেডিকেল সেন্টার চালু হয়। নিকটতম ভবনে রাম বাবু চিকিৎসা কেন্দ্র চালু করেন সাবেক ব্র্যাক চিকিৎসক ডাক্তার হাসান। প্রতিনিয়ত দু’চিকিৎসা কেন্দ্রে রোগী নিয়ে বাকবিতন্ডা হয়। দুই কেন্দ্রের ডাক্তার ও আয়া রোগী ভর্তির আশায় বারান্দায় বসে প্রতীক্ষায় থাকেন। গতকাল দুপুরে জনৈক রোগী জালালী থেরাপীর সামনে আসেন। এসময় আয়া মজনুফা বেগম তাকে চিকিৎসা কেন্দ্রে নেয়ার জন্য উদ্যোগী হন। ডাক্তার হাসান ওই রোগীকে রাম বাবু চিকিৎসা কেন্দ্রে ভর্তির চাপ দেন। এনিয়ে আয়া ও ডাক্তারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লোকজন দুই হাসপাতালের সামনে জড়ো হন। মারমুখী ডাক্তার হাসানকে নিবৃত করেন। আয়া মজনুফা বলেন, হাসান ডাক্তার অশ্লীল মন্তব্য করায় তিনি প্রতিবাদ করেন। এসময় ডাক্তার তাকে মারার জন্য তেড়ে আসেন। উপস্থিত লোকজন তাকে রক্ষা করেন। ডাক্তার হাসান বলেন, আমি অশ্লীল মন্তব্য করিনি। আমার চিকিৎসা কেন্দ্রের রোগীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার প্রতিবাদ করেছি। পরিস্থিতি শান্ত হলে আলোচিত ওই রোগী জালালী থেরাপী সেন্টারে চিকিৎসা নিয়ে চলে যান। উভয় পক্ষের অভিযোগ নিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ শালিস বৈঠকের উদ্যোগ নিয়েছেন।