Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী আরজু মিয়া আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রোটারিয়ান শাহ মোঃ আরজু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি শনিবার সকাল ৯টার দিকে তিনি টাউন হল রোডস্থ নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালের তার বয়স হয়েছিল (৬০) বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। শনিবার বাদ জোহর শহরের বায়তুল আমান জামে মসজিদে মরহুমের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পূর্বে মরহুমের জীবনী নিয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমূখ। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এদিকে জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান শাহ মোঃ আরজু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভাকেট আব্দুল মজিদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ রুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের বার্তা সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।