Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইনশৃংখলা সংক্রান্ত সভায় পুলিশ সুপার ॥ পশুর হাট ও মার্কেটগুলোতে সিসি ক্যামেরা লাগানোর আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সকল পশুর হাটের ইজারাদার ও মার্কেট কমিটির প্রতিনিধিদের মার্কেটগুলোতে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা লাগানোর আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। সেই সাথে তিনি মার্কেট সংলগ্ন এলাকায় পুলিশের টহল টিম বাড়ানোর জন্য সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কুরবানী পশুর হাটগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশী নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে।
গতকাল শনিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জ জেলার কুরবানী পশুর হাট, বাজার ও মার্কেট নিয়ে আইন শৃংখলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার আরও বলেন, অজ্ঞান পার্টি/মলম পার্টি এর কবলে যেন কেউ না পড়ে সে ব্যাপারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এ জন্য আইন শৃংখলা বিষয়ক তথ্য দিয়ে হবিগঞ্জ জেলা পুলিশকে সহযোগীতা করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (শিানবিশ) তোয়াহা ইয়াছিন হোসেনসহ হবিগঞ্জ জেলার ৯টি থানার অফিসার ইনচার্জসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদার ও মার্কেট কমিটির প্রতিনিধিগণ।