Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ ও সচিত্র প্রতিবেদন তৈরীর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ব্রাকের অধিকার এখানে, এখনই প্রকল্পের উদোগে প্রশিক্ষণে জেলা কর্মরত বিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এসময় জানানো হয়, সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট জনগোষ্টীর ৫৭শতাংশ জনগোষ্টী তরুণ। এ জন্য কিশোর কিশোরীদের দৈহিক সুস্বাস্থ্য এবং মানসিক বিকাশ নির্ভর করে বয়স উপযোগী যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক তথ্য এবং সেবা প্রাপ্তির উপর। তাই বিশাল এই জনগোষ্টীর স্বাস্থ্যসেবা ও লিঙ্গ সমতা সমাজে প্রতিষ্টা করেতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, ব্রাকের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ জিসান মাহমুদ, ময়মনসিংহ এরিয়া ব্যবস্থাপক জিল্লুর রহমান, জেলা ইয়ুথ মোবিলাইজার তানিয়া সুলতানা, রংপুর এরিয়া কোঅর্ডিনেটর মাধুরী সূত্রধর প্রমুখ।