Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃষ্টিপাত কমায় হবিগঞ্জে কমছে নদ-নদীর পানি

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টিপাত কিছুটা কমায় কমতে শুরু করেছে হবিগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টা জেলায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৪.০০ মিলিমিটার। এর পূর্বের ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছিল ৪১ মিলিমিটার। আবহাওয়া অফিসের বরাত দিয়ে সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ।
তিনি জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে নদ-নদীর পানি বাড়ছিল। যদিও খোয়াই, কালনি, কুশিয়ারা ও ধলেশ্বরীসহ কোন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তিনি আরো বলেন, বৃষ্টিপাত বাড়লে নদ-নদীর পানি আবারও বাড়তে পারে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপৎসীমার ২১.২০, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১৩.২০, মাছুলিয়া পয়েন্টে ৯.০৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৮.৫৫, মার্কুলি পয়েন্টে ৮.০৪ ও আজমিরীগঞ্জ পয়েন্টে ৫.৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।