Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনের গাজায় ইসরাঈলের বর্বরোচিত হামলার প্রতিবাদে হবিগঞ্জে কালো পতাকা মিছিল করেছে ২০ দলীয় জোট। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে পুনরায় পৌরসভা মাঠে গিয়ে শেষ হয়। এ সময় এক পথসভা অনুষ্ঠিত হয়। জেলা কিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ, সহ সভাপতি এডঃ সামছু মিয়া চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা কাজী মখলিছুর রহমান, সেক্রেটারী মাওলানা মোশাহিদ আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও এডঃ হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, এডঃ এস এম আলী আজগর, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, গিরেন্ড চন্দ্র রায়, দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, জেলা ছাত্রদলের আহ্বায়ত তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, জাপা নেতা সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, আবুবকর খান, পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমেদ, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, কুতুব উদ্দিন আহমেদ ও সাংগঠনিক তুহিন খান, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, জেলা যুবদল নেতা নুরুল ইসলাম নানু, মর্তুজা আহমেদ রিপন, জামায়াত নেতা মীর জমিলুন্নবী ফয়সল, জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ কারী মিজানুর রহমান চৌধুরী, সদর থানা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, এমদাদুল হক ইমরান, সালাউদ্দিন টিটু, শামছুল ইসলাম শিমুল, জয়নাল আবেদীন, জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, তরুন প্রজন্ম দলের নাসির উদ্দিন আফরোজ, আলমগীর হোসাইন, ছাত্রদলের মুসা আহমেদ দিপু, মহিবুর রহমান শাওন, জি কে ঝলক, হাবিবুর রহমান রিংকু প্রমুখ।