Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মাষ্টার ফাউন্ডেশনের সমন্বয় কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শিক্ষা ও সামাজিক উন্নয়নের নিমিত্তে গঠিত মাষ্টার ফাউন্ডেশনের সহায়তায় সমন্বয় কমিটি গঠিত হয়েছে। গতকাল বিকেলে কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় ওই কমিটি গঠিত হয়। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সিরাজুল ইসলাম। বৈঠক সূত্র জানায়, উপজেল্লার কুর্শি ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নের নিমিত্তে যুক্তরাজ্যের লুটনে কর্মরত বিশিষ্ট চিকিৎসক ডা. খয়রুল ইসলাম হেলাল ও সহোদর লুটন এনটিভি প্রতিনিধি মইনুল ইসলাম দুলালের যৌথ উদ্যোগে মাষ্টার ফাউন্ডেশন গঠিত হয়। ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত পরীক্ষায় মূল্যায়নের ভিত্তিতে বৃত্তি প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার্থী ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার নিমিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড নিয়ে বিস্তর আলোচনা হয়। সভা শেষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদকে আহবায়ক, সাংবাদিক এম এ বাছিতকে সদস্য সচিব এবং সহকারী শিক্ষক মোঃ মুমিন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। কার্যকরী কমিটির সদস্যরা হলেন, আবদুল মালিক চৌধুরী, নারায়ন চন্দ্র গোপ, মুহিতোষ দাশ তালুকদার, গৌরপদ রায়, শামীম আহমদ, শিল্পী দাশ, বিপ্লব দাশ, আবদুল মজিদ প্রমূখ।