Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি শেখ নমীর সভাপতি, লিটন সম্পাদক

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষনা করে নয়া কমিটি গঠন করা হয়েছে। সভাপতি শেখ নমীর আলী, সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক এসএম জহিরুলকে মনোনীত করা হয়েছে। নয়া কমিটিকে বর্তমান উপজেলা চেয়াম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন মহল অভিন্দন জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে স্থানীয় বড়বাজারস্থ ডাঃ জমির আলী সপিং কমপ্লেক্সে ইউনিটির কার্যালয়ে সংগঠনের সভাপতি শেখ নমীর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম সেলিমের পরিচালনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট এমএ হায়দার আলী, রিপোর্টোর্স ইউনিটি নেতা আব্দুল কদ্দুছ বিশ্বাস, জীবন আহমেদ লিটন, জামাল উদ্দিন আলফু, এসএম জহিরুল ইসলাম, শেখ সফিকুল ইসলাম, নজরুল ইসলাম তালুকদার, অলিউর রহমান, আবুবক্কর রহমান দুদু প্রমূখ।
সভায় ভাপতি শেখ নমীর আলী মেয়াদ উত্তীর্ন কমিটি বিলুপ্তি ঘোষনা করেন। পরে বেলা দেড় ঘটিকায় সাংবাদিক আব্দুল কদ্দুছ বিশ্বাসের সভাপতিত্বে নয়া কমিটি গঠনকল্পে ২য় পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি শেখ নমীর আলীকে সভাপতি এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটনকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক এসএম জহিরুল ইসলামকে সাংগঠনিক মনোনীত করে বানিয়াচঙ্গ উপজেলা রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি গঠন করা হয়।
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল মোহিত খান, বাংলা কণ্ঠ অনলাইন সম্পাদক এসএম খোকন, নাগরিক কমিটির সভাপতি মোতাব্বির হোসেন, ইউনিকেয়ার চেয়ারম্যান কামরুল হাসান কাজল, উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর মিয়া, উপজেলা জাসাস সভাপতি একে আজাদ, ছাত্রদল নেতা মোজাম্মিল হোসেন খান।