Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় শহরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৩ টেলিভিশন সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা। গতকাল রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। মানববন্ধনে অংশ নিয়ে একাত্ততা প্রকাশ করেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, একাত্তর টিভির শাকিল চৌধুরী, নিউজ টুয়েন্টিফোরের শ্রীকান্ত গোপ, এসএ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, দৈনিক যায়যায়দিনের নুরুল হক কবির, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, সাংবাদিক কাউছার আহমেদ, গ্লোবাল টিভির প্রতিনিধি এমএ আজিজ সেলিম, ঢাকা পোস্টের আজহারুল ইসলাম মুরাদ, নায়েব হোসাইন, সাংবাদিক আজিজুর রহমান শায়েল, রিপোর্টাস ইউনিটের সভাপতি আব্দুল হাকিম, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমান, সাংবাদিক জুয়েল চৌধুরী, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আশিষ কুঁড়ি, এম সজলু, জাহেদ আলী মামুন, কাজী মিজান, আশাহিদ আলী আশা, সেন্টু আহমেদ জিহান, এএইচ রুবেল, নাবেদ মিয়া, আলাল মিয়া, সৈয়দ মশিউর রহমান, তৌহিদ মিয়া ও শাওন খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গত ১৭ মে চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। এ সময় অভিযানের সংবাদ সংগ্রহে গিয়ে এখন টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ ও দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামযা বালু খেকুদের হামলার শিকার হন। এ ঘটনায় মামলা দায়ের করার ১৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ একজন আসামীকেও গ্রেপ্তার করেনি। দ্রুত আসামীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।