Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহরের নাইস চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা রবিন আহমেদ সেজুর পরিচালনায় এতে প্রধান ছিলেন, নবীগঞ্জ পৌর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ ছিলেন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ রুহেল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল নেতা, জুনু মিয়া, জাকারিয়া আহমেদ, নাইম ইসলাম, হোসাইন আহমেদ জিহাদ, আরিফ আহমেদ, রুহান আহমেদ প্রমুখ। প্রধান অথিতি’র বক্তব্য তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ফরমাসি রায়ে কারাবন্দী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাসিত। তাই শাহাদাত বর্ষিকীতে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠা, ভোটাধিকার, বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি ও তারেক রহমানের দেশে ফিরেয়ে আনার জন্য রাজপথে আগামীর সকল আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। এ সময়, উপজেলা, পৌর ও কলেজে শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ছাত্রদল নেতা শামীম আহমেদ। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।