Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে শোক সভায় মাহবুব আলী এমপি ॥ কেউ ভাবেনি এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে

আবুল হোসেন সবুজ , মাধবপুর থেকে ॥ এড. মাহবুব আলী এমপি বলেছেন, ৭১ এর পরাজিত শক্তি ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ ভাবেনি এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। মানুষের শান্তি শৃংখলা নষ্ট করার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সুশাসন ও শান্তি প্রতিষ্টার জন্য কাজ করে যাচ্ছে। কোন অপশক্তি এতে বাধার সৃষ্টি করতে পারবেনা। গতকাল শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা সভাকক্ষে সহকারী কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহর পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ আতিকুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মুজাহিদবিন ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রী দাম দাশগুপ্ত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাপা সদস্য সচিব আক্তার হোসেন মনির, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক কাউছার মোল্লা, মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসান প্রমুখ। পরে তিনি বঙ্গবন্ধু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও কাঙ্গালী ভোজের উদ্বোধন করেন।