Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে স্বামীর বন্দিশালা থেকে গৃহবধূ উদ্ধার ॥ থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বড়চর স্বামীর বন্দিশালা থেকে রেহানা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। গত শুক্রবার স্বামীর বাড়ি থেকে আহত অবস্থায় কাউন্সিলর আসমা আক্তারসহ লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জানা যায়, শায়েস্তাগঞ্জ জগন্নাথপুর গ্রামের আব্দুল কদ্দুছের কন্যা ও পত্রিকা বিক্রেতা সত্তরের ছোট বোন রেহানা আক্তারকে এক বছর আগে ওই গ্রামের মন্নাফ মিয়ার পুত্র মিনহাজ মিয়ার নিকট বিয়ে দেয়া হয়। বিয়ের সময় তাদেরকে সাধ্য অনুযায়ী মালামাল দেয়া হয়। বিয়ের পর থেকেই রেহানার ওপর মিনহাজ ও তার পরিবারের লোকজন নির্যাতন চালায়। তারা জানায় মিনহাজ বিদেশ যাবে, এ জন্য টাকা দিতে হবে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ ও মামলা মোকদ্দমা হয়। মামলা মোকদ্দমায় মিনহাজ ও তার পরিবারের লোকজন আদালতে মুচলেকা দিয়ে রেহানাকে বাড়ি নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর নির্যাতন আবারও চলে। শুক্রবার গভীর রাতে রেহানাকে যৌতুকের জন্য মন্নাফ, মিনহাজ, সুলতানাসহ বেশ কয়েকজন মারপিট করে ঘরে আটকে রাখে। বিষয়টি অবগত হয়ে কাউন্সিলরসহ লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে। ওসি নাজমুল হক কামাল জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।