Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দীঘলবাগে কৃষক তোঁতা মিয়া হত্যাকান্ড ॥ ৫ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদন্ড-জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামের চাঞ্চল্যকর কৃষক তোঁতা মিয়া হত্যা মামলায় ৫ জনের ফাঁসির ও ২ জনের যাবজ্জীবন এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি ১৩ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। একই সাথে অর্থদণ্ডও দেয়া হয়। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে অতিরিক্ত দায়রা জজ বিজ্ঞ বিচারক মো. আজিজুল হক এ রায় দেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হল, ওই গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে সিজিল মিয়া ও বশির আহমেদ ভিংরাজ, মৃত চেরাগ আলীর ছেলে জিতু মিয়া, মৃত ফজল হোসেনের ছেলে শাহ আলম এবং মৃত ছুরুক মিয়ার ছেলে ফজল মিয়া। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- মৃত আলফু মিয়ার ছেলে ইউনুছ মিয়া ও মৃত আঃ ছোবহানের ছেলে আব্দুল্লাহ মিয়া। এ ছাড়া আব্দুল কাইয়ূম, মাসুক মিয়া, অমৃত মিয়া, সফিক মিয়াকে ৩ বছর করে কারাদণ্ড, ১ লাখ টাকা করে জরিমানা, সাইফুল ইসলামকে ৭ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মোঃ নুরুল আমিন। কাউন্টার মামলা পরিচালনা করেন নুরুজ্জামান। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ ও মোঃ মুসা মিয়া। আদালতের পেশকার সৈয়দ আব্দুল হাদি জুয়েল ও স্ট্রেনোগ্রাফার মুখলেসুর রহমান জানান, ২০১৪ সালের ১ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দীঘলবাক গ্রামে সরকারি একটি রাস্তা নিয় আসামীগণ প্রকাশ্যে কৃষক তোতা মিয়াকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন তার ছেলে মো. আব্দুল কাইয়ুম বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। ২০১৫ সালের ৪ মে সদর থানার এসআই ইকবাল বাহার ৩৩ জনকে আসামী করে আদালতে চার্জশিট প্রদান করেন। এরপর ১৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ আদেশ দেন। তবে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামি প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা দিতে হবে অন্যথায় তাদের সম্পত্তি ক্রোক করা হবে। রায়ের পরে আদালতে হট্টগোল শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে আসামিদের কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যায়। বাদিপক্ষের আইনজীবীরা জানান, রায়ে তারা সন্তোষ্ঠ। তবে আসামি পক্ষের আইনজীবীরা ভিন্নমত পোষণ করেন। তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।