Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এ মাসের শেষ দিকে শুরু হবে। টুর্ণামেন্টের স্পন্সর হয়েছে প্রাণ গ্র“প। জেলার ৮টি উপজেলাকে নিয়ে নক আউট ভিত্তিক এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে সকল উপজেলা ক্রীড়া সংস্থা দল গঠনের কাজ শুরু করেছে। হবিগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থা গত বুধবার বিকেলে দল গঠন করে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। দলগুলোতে জাতীয় দলের পাশাপাশি বিদেশী খেলোয়াড়ও অন্তর্ভুক্তির চেষ্টা চলছে।
এদিকে হবিগঞ্জের অলিপুরে প্রাণ গ্র“পের ইন্ডাস্ট্রিয়াল পার্ক অবস্থিত হওয়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে প্রাণ গ্র“প এই টুর্ণামেন্টে স্পন্সর হতে সম্মত হয়েছে। শুধু এবছরের জন্য নয়। তারা নিয়মিতভাবেই টুর্ণামেন্ট আয়োজন করবে বলে প্রতিশ্র“তি দিয়েছে। পাশাপাশি অন্যান্য খেলায়ও তারা স্পন্সর হতে পারে।
টুর্ণামেন্টের আয়োজনের প্রস্তুতি দেখতে গত বুধবার প্রাণ গ্র“পের কর্মকর্তারা টুর্ণামেন্টের ভেন্যু জালাল স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শন টিমে ছিলেন প্রাণ গ্র“পের জিএম হাসান মোঃ মঞ্জুরুল হক, হেড অব ইভেন্ট এন্ড এক্টিভিটিস আদিল খান, ম্যানেজার ইভেন্ট এন্ড এ্যাক্টিভিশন মার্কেটিং ডেভিড এ্যান্ডুইসেস, সহকারী ব্যবস্থাপক ইভেন্ট প্ল্যানিং মার্কেটিং শফিকুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুর রউফ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ এডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, আবুল কালাম ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।