Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট এর উদ্যোগে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে দিয়ে উক্ত দিবসটি উদযাপিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায় এবং হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান শামীম। উক্ত অনুষ্ঠানে কার্য নির্বাহী সদস্যের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, সফিকুজ্জামান হিরাজ, দৈনিক সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, পংকজ কান্তি দাশ পল্লব, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি এবং যুব সদস্য মেহের আলী। এ সময় রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সকল যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সফিকুল বারী আউয়াল বলেন, মানব সেবায় রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। আজকের এই দিনে রেড ক্রিসেন্ট মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা মহতী জীন্ হেনরি ডুনান্ট জন্ম গ্রহণ করেন। তাঁর সম্মানে সারা বিশ্ব ব্যাপী এই দিনটিকে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়।