Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবী

স্টাফ রিপোর্টার ॥ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পকেট কমিটি বাতিলের দাবী জানিয়েছে কয়েক শতাধিক মানুষ। এই পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এডঃ পূন্যব্রত চৌধুরী বিভূ ও সদস্য সচিব শংকর পাল এর নিকট লিখিত ভাবে তারা এ দাবী জানান। জানা যায়, গত ২৪ মার্চ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠনকল্পে স্থানীয় রাজরাণী সুভাষীনি উচ্চ বিদ্যালয়ে এক সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত শত শত মানুষের আপত্তির মুখে সভার সভাপতি দীপেন্দ্র নারায়ণ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নবীগঞ্জ উপজেলার আহ্বায়ক নারায়ণ রায় সদস্য সচিব উত্তম কুমার পাল হিমেল এর যোগসাজসে কোন নীতি অবলম্বন না করে, স্বজনপ্রীতির মাধ্যমে তাদের নিজস্ব লোক দিয়ে তারা একটি পকেট কমিটি তৈরী করেন। এতে তারা হিন্দু ধর্মাম্বলাম্বীদের মধ্যে ঐক্যের পরির্বতে বিরোধ সৃষ্টি করেছেন। উক্ত পকেট কমিটি কোন নিয়ম নীতি না মেনে করার কারণে উপস্থিত শত শত মানুষ ও সাবেক কমিটির ৫১ জনের মধ্যে ৩২ জন উক্ত কমিটি বাতিল করে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে জাকজমকভাবে নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন কমিটি গঠনের দাবী জানান স্থানীয়রা। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।