Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তানগর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর বাজারে উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনায় বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা করে যাচ্ছে কতিপয় লোক। সরকারি জায়গায় অবৈধ বিদ্যুৎ থাকার ফলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া সরকার মাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। এমনটাই মনে করছেন এলাকাবাসী। তবে পিডিবির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সরেজমিনে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, শায়েস্তানগর বাজারের পূর্ব দিকে ২০টিরও বেশি অবৈধ দোকানপাট রয়েছে। আর এসব দোকানে কোনোটিতেই বৈধ বিদ্যুৎ নেই। মেইন লাইন থেকে তারা কিছু প্রাইভেট লাইন ম্যান দিয়ে সংযোগ নিয়ে ব্যবসা করে যাচ্ছেন। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু সমতল ভূমিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়ায় পুনরায় তারা এসব জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব দোকানে এক দুইটিতে মিটার রয়েছে। বাকীগুলোতে নেই।
এ বিষয়ে পিডিবির প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, সরেজমিনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্তা নেয়া হবে।