Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাধুর বাজারে ভূয়া ডাক্তারের ফার্মেসীতে ড্রাগ সুপারের অভিযান ॥ সাইনবোর্ড জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সাধুরবাজারে ভূয়া ডাক্তার নান্টু চন্দ্র পালের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ড্রাগ সুপারের অভিযানে কতিথ চিকিৎসক পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। এ সময় তার ডাক্তার পদবী ব্যবহৃত সাইনবোর্ড জব্দ করা হয়।
গতকাল শুক্রবার এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সিভিল সার্জন নুরুল হক ভুইয়ার নির্দেশে ড্রাগ সুপার জিয়া উদ্দিনসহ একদল পুলিশ ওই ফার্মেসীতে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে কতিথ ডাক্তার পালিয়ে যায়। পরে তার ব্যবহৃত সাইনবোর্ড খুলে জব্দ করা হয়। খবর নিয়ে জানা গেছে, তিনি পল্লী চিকিৎসক। ৬ মাস মেয়াদী কোর্স করেছেন। এরপরও বাজারে ডাক্তার পদবীর সাইনবোর্ড ব্যবহার রোগীদের আকৃষ্ট করছেন। তার নিয়োজিত দালাল চক্র রয়েছে। যারা গ্রামগঞ্জের সহজ সরল মানুষদের কম টাকায় চিকিৎসা করানোর কথা বলে কমিশনের মাধ্যমে তার কাছে নিয়ে আসে। সুযোগ বুঝে অনেকের কাছ থেকে তিনি অতিরিক্ত টাকা আদায় করছেন। অনেক রোগী অভিযোগ করেন, জনপ্রতি তিনি ২শ টাকা করে ভিজিট নিয়ে থাকেন। চিকিৎসার সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা, বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। অভিযোগ রয়েছে, প্রয়োজন না হলেও তিনি রোগীদের বিভিন্ন অপ্রয়োজনীয় ওষুধ লিখে দিচ্ছেন। ওষুধগুলো আবার তার ফার্মেসী থেকেই কিনতে হচ্ছে।