Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গ্রীস পাঠানোর কথা বলে ৭ লাখ টাকা আত্মসাত প্রতারক জেল হাজতে

স্টাফ রিপোর্টার ॥ গ্রীস পাঠানোর কথা বলে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে জেল হাজতে পাঠানো হয়েছে। গত সোমবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, চুনারুঘাট উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত সিফত উল্লার পুত্র চেরাগ আলী দুবাই প্রবাসী। সেই সুবাদে চেরাগ আলীর স্ত্রী রোকেয়া বেগম ও একই গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মুছন মিয়া হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার আজগর আলীর পুত্র জাহাঙ্গীর আলম উজ্জলকে গ্রীস পাঠাতে পারবে বলে জানায়। পূর্ব পরিচয়ের সুত্র ধরে তাদের কথায় বিশ্বাস করে ১১ লাখ টাকার মাধ্যমে আজগর আলী তার পুত্র উজ্জলকে গ্রীস পাঠাতে রাজী হন। এক পর্যায়ে ২০১০ সালের ১৫ মে দুবাই প্রবাসী চেরাগ আলী, তার স্ত্রী রোকেয়া বেগম ও মুছন মিয়ার হাতে ৭ লাখ টাকা দেন। বাকী ৪ লাখ টাকা গ্রীস পৌছানোর পর দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। এ সময় কথা হয় ৩ মাসের মধ্যে উজ্জলকে গ্রীসে পাঠানো হবে। কিন্তু প্রায় ৬ মাস পর উজ্জলকে গ্রীসে না পাঠিয়ে দুবাই পাঠানো হয়। এ ব্যাপারে দুবাইয়ে চেরাগ আলীর সাথে যোগাযোগ করলে উজ্জলের সাথে অশোভন আচরন করেন এবং তাকে দুবাইয়েই থাকতে হবে বলে জানায়। কোন উপায়ন্তর না পেয়ে ২০১১ সালের ৫ মার্চ উজ্জল দেশে ফিরে আসে। এ বিষয় নিয়ে চেরাগ আলী ও উজ্জলের পিতা আজগর আলীর মধ্যে কয়েকবার শালিস বিচার হয়। এতে চেরাগ আলী টাকা দেয়ার অঙ্গিকার করলেও পরবর্তিতে অস্বীকার করেন। এ ঘটনায় চেরাগ আলী, তার স্ত্রী রোকেয়া বেগম ও মুছন মিয়াকে আসামী করে ২০১৪ সালের ১৬ ফেব্র“য়ারী একটি মামলা দায়ের করেন আজগর আলী। এই মামলায় মুছন মিয়াকে গত ১১ আগস্ট আদালতে হাজীর হলে তাকে জেলা হাজতে প্রেরন করা হয়।