Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট সীমান্তে বিজিবি’র গণশুনানী

চুনারুঘাট প্রতিনিধি ॥ দুর্নীতি প্রতিরোধে গণ শুনানীর আয়োজন, জনগনের সমস্যা, অভিযোগ লিপিবদ্ধ করণ ও নিস্পত্তিকরণ বিষয়ে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল (২৭ এপ্রিল) বৃহস্পতাবার বিকালে চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাসপাড়া তে গণশুনাননীর আয়োজন করা হয়।
চিমটিবিল ক্যাম্প কমান্ডার মোস্তফা কামাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক ইয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল জাহির মিয়া, স্থানীয় মেম্বার সমিরন তাতী বাবু, এলাকার মুরুব্বী ফালান মিয়া, আবুল হোসেন, সফিক মিয়া প্রমুখ।
উপস্থিত জনতা বিজিবি’র অফিসার কে পেয়ে নিরিহ লোকজন কে হয়রানী না করার অনুরোধ সহ তাদের দুঃখের কথা তুলে ধরেন। বিজিবি’র সহকারী পরিচালক ইয়ার হোসেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধান করার আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে সীমান্তের সকল প্রকার অপরাধ ধমন করতে সকলেই বিজিবি কে সহযোগীতা করার ওয়াদা করেন।