Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লাইসেন্সবিহীন অদক্ষ সিএনজি চালকদের দাফটে অতিষ্ট সাধারণ মানুষ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অদক্ষ সিএনজি চালকরা বেপরোয়া হয়ে উঠেছে। যারা গাড়ী চালানোর দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স ছাড়াই ক্ষমতার দাপটে আইনকে তোয়াক্কা না করে সিএনজি অটোরিক্সা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। এদের মতো অনেক অদক্ষ চালকের কবলে পড়ে অনেক যাত্রীদের জীবন ঝড়ে গেছে অকালেই, অনেকেই বরণ করছেন পঙ্গুত্ব। এসব দেখার যেন কেউ নেই। প্রশাসনের কর্তাদের মাসোহারা দিয়ে অনেকেই ড্রাইভিং লাইসেন্স বিহীন নির্বিগ্নে চালিয়ে যাচ্ছে অবৈধ ভাবে সিএনজি অটোরিক্সা চালকরা। গতকাল বুধবার উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার থেকে আউশকান্দি কিবরিয়া সড়কে চলাচলরত কতিপয় প্রভাবশালী সিএনজি চালকরা রিক্সায় যাত্রী উঠানোর দায়ে দিন মজুর রিক্সা চালক ওই এলাকার দরবেশপুর গ্রামের ছন্দু মিয়া নামের ব্যক্তিকে বে-ধড়ক প্রহার করে তার চালিত অটোরিক্সাটি ভেঙ্গে ফেলেছে। গুরুতর আহত রিক্সা চালক ছন্দু মিয়াকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী এর প্রতিবাদে উক্ত সড়ক দিয়ে কোন প্রকার সিএনজি অটোরিক্সাকে অর্নিদিষ্টকালের জন্য অবরুদ্ধ করে রেখেছে। সিএনজি চালকরাও কোন প্রকার রিক্সা চলাচল করতে দিচ্ছেনা। দুই দিন ধরে ওই এলাকার হাজার হাজার জনতার দূর্ভোগ চরম আকার ধারন করছে। অতি সম্প্রতি ওই সড়কে চলাচলকারী সিএনজি চালকদের সাথে এলাকাবাসীর অতিরিক্ত ভাড়া নিয়ে বিরোধ তীব্রতর হয়ে উঠলে সিএনজি শ্রমিক নেতাদের মধ্যস্থতায় সমাধান হওয়ার কিছুদিন যেতে না যেতেই আবারো বেপরোয়া হয়ে উঠেছে অদক্ষ সিএনজি চালকরা। এলকাবাসীর অনেকেরই দাবী ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের মোবাইল কোর্টের আওতায় আনলে অবৈধ চালকের সংখ্যা কমে যাবে।