Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বিনোদন শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটায়। তাদেরকে সামাজিক নানা অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে। তাই শিশু-কিশোরদের সুস্থ বিনোদন ও খেলাধূলায় আগ্রহী করতে হবে। ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রোডের পাইকপাড়া সংলগ্ন রাঙ্গেরগাঁও ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন। শিশু-কিশোরদের বিনোদনের জন্য হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল শিশু পার্ক স্থাপনের। ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক সেই প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর, সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার মুরুব্বীয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক প্রাইভেট লিমিটেডের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।