Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

স্টাফ রির্পোটার ॥ আজমিরীগঞ্জ পৌরসভাধীন উপজেলা পরিষদের অদূরে প্রশাসনের বাঁধা উপেক্ষা করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়ের বিরুদ্ধে। সে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের মৃত- নির্মলেন্দু রায়ের পুত্র। জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন উপজেলা পরিষদের অদূরে চৌরাস্তার মোড়ে বেশ কিছু পরিমাণ সরকারের মালিকাধীন জায়গা রয়েছে। এ ছাড়া ওই সরকারি জায়গা সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস (বীর উত্তম) এর নামে একটি পাকা স্মৃতিফলক রয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায় গত এক সপ্তাহ পূর্বে ওই সরকারি জায়গায় বেইজ ঢালাইয়ের কাজ শুরু করে। ঈদের বন্ধের ফাঁকে সে লিংটার তৈরির কাজও সেরে ফেলে। দীর্ঘ ঈদের ছুটি শেষে সে আবারও শ্রমিকের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করে। সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসলে গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু উপস্থিত সময়ে ১০ থেকে ১৫ মিনিট নির্মাণ কাজ বন্ধ রেখে উপজেলা যুবলীগের আহবায়ক উক্ত নির্দেশ অমান্য করে পুনঃরায় পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম জানান, জায়গাটি উপজেলা পরিষদের মালিকাধীন। শুনেছি, বাঁধা দেয়া সত্বেও নির্মাণ কাজ চালিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সহিত পরামর্শক্রমে উচ্ছেদ সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।