Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এসপির নির্দেশে জেলা জুড়ে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় দাঙ্গা নিরসনে পুলিশ সুপারের নির্দেশে দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আষেড়া ফান্দ্রাইল গ্রামে হাঁসে ধান খাওয়া কে কেন্দ্র করে দুই দলের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ দমন করেন। তখন বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের এমন তাৎক্ষনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী। তারা বলছেন, তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় ভয়াবহ হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। ওসি গোলাম মর্তুজা জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ দমন করি এবং দীর্ঘক্ষণ দাঙ্গাবাজদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র টেটা, বল্লম, ফিকল উদ্ধার করা হয়। অভিযান নিয়মিত চলবে।