Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাস্টিয়ান নাজমুলের উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদের নতুন জামা ও নগদ অর্থ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ “ঈদে হাসুক সকল শ্রেণীর লোক” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার অবহেলিত ও সুবিধা বঞ্চিত প্রায় একশত হত দরিদ্র ও পথ শিশুদের মাঝে ঈদের নতুন জামা কাপড় বিতরণ করা হয়। এ সময় শাস্টিয়ান নাজমুল বলেন, পবিত্র ঈদুল ফিতর উপক্ষে আমাদের এই উদ্যোগ তবে তা আমার একার পক্ষে সম্ভব ছিল না আমি সকলের মাঝে ঈদের আনন্দটুকু ভাগাভাগী করব বলে ফেসবুকে একটি ভিডিও শেয়ার দেই এবং আমি ব্যাপক সাড়া পাই এবং আমার এই ভিডিও দেখে আমার সিনিয়র জুনিয়র আপু এবং ভাইয়েরা আমাকে আর্থিকাভাবে সাহায্য করেন যার কারণে আমার এই উদ্যোগটা সফল করতে পেরেছি। তিনি আরো বলেন, আমি প্রথম অবস্থায় নূরে মোহাম্মদীয়া এতিমখানায় এতিম ছাত্রদের মাঝে জুব্বার কাপড় এবং নগদ অর্থ বিতরণ করি। এরপরেই রাস্তায় ঘুড়ে ঘুড়ে খোলা আকাশের নিচে বসবাস করা হতদরিদ্র পথশিশু ও হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ এবং নগদ অর্থ প্রদান করি। এসময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন, নতুন ব্রীজ, পুরাতন বাজার, চুনারুঘাটসহ হবিগঞ্জ শহরে বসবাসরত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা এবং বাজার করার জন্য নগদ অর্থ প্রদান করি। এ সময় তিনি আরো বলেন, গতবছর সুনামগঞ্জে ভয়াবহ বন্যার সময়ও আমি টাকা সংগ্রহ করে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি এবং তাদেরকে সহযোগীতা করার পর আমার আরো উৎসাহ বাড়ে। তাই এবছর আমি সুবিধা বঞ্চিতদের জন্য ফান্ড সংগ্রহ করে প্রায় একশত পথ শিশুদের হাতে ঈদের নতুন জামা পৌছে দেই এবং ঈদের বাজার করার জন্য নগদ অর্থ প্রদান করি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস রিপোর্টার সাংবাদিক রাহীম আহমেদ, বুয়েট স্টুডেন্ট আকিব হাসান, বিশিষ্ট ঠিকাদার সৈয়দ মারুফ আহমেদ, আরিয়ান ইসলাম জাবের, রায়হান আহমেদ প্রমূখ।