বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র অনিয়ম-অব্যবস্থাপনায় ভরপুর রয়েছে লোকবলের সংকট

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ১০৫৭ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ নানা সমস্যায় জজরিত হবিগঞ্জ যুব উন্নয়নের প্রশিক্ষনার্থীরা। আবাসিক-অনাবাসিক ট্রেডের দুর্বল ব্যবস্থাপনায় সঠিক শিক্ষা দান পদ্ধতি থেকে পিছিয়ে পড়ছে কর্তৃপক্ষ। নোংরা পরিবেশে ক্লাস করতে হচ্ছে প্রশিক্ষনার্থীদের। প্রত্যেকটি ট্রেডেই প্রশিক্ষক, শ্রেণী কক্ষ t (2) copyসংকট সহ ভর্তি সংক্রান্ত নানা জটিলতায় ভুগছে প্রতিষ্ঠানটি। এতে করে দক্ষ আত্মকর্মী হিসেবে গড়ে উঠতে নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে প্রশিক্ষার্থীদের। সরজমিনে ঘুরে দেখা যায়, বহুদিনের অযতœ আর অবহেলায় পানি আর মাছ শুন্য হ্যাচারী পরিনত হয়েছে শৌচাগারে, পোল্টিহীন খামার ঘর ব্যবহৃত হচ্ছে কর্মকর্তাদের স্টোররুম হিসাবে, তালা বন্ধ অবস্থায় রয়েছে শুন্য গোয়াল ঘর। অনাবাসিক ট্রেডেও রয়েছে পর্যাপ্ত কম্পিউটার ও সেলাই মেশিনের অভাব। পুরানো জিনিষ দিয়ে কয়েকটি বিভাগ চালিত হলেও এসবের বেশির ভাগেই নষ্ট। শুধু তাই নয় বিভিন্ন কক্ষের দেয়ালে নানা রঙ্গে লিপিবদ্ধ অশ্লালীন বার্তাগুলো বলে দিচ্ছে মানুষ গড়ার স্থানেই যেন অমানুষদের বসবাস। নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত প্রতিষ্ঠানেরই কর্তব্যরত এক প্রশিক্ষক জানান, সর্বশেষ মাস দুয়েক পুর্বেও গোয়ালের যে দুটি গরু ছিল তার মধ্যে একটি গরু ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়। অপর গরুটি কতিপয় কর্মকর্তারা জবাই করে তার মাংস ভাগ-বাটোয়ারা করে ভুড়ি ভোজ করেছেন। ভর্তি সংক্রান্ত সময়ে চলে থাকে নানা তৎবির ও স্বজনপ্রীতি।
আবাসিক ট্রেডের প্রশিক্ষনার্থী নাসির জানায়, মাস খানেক পুর্বে প্রতিষ্ঠানটিতে ভর্তি হলেও এখনও আমাদের কোন হাতে কলমে কোন প্রশিক্ষনের ব্যবস্থা করা হয় নি।
খোজ নিয়ে জানা যায়, প্রজেক্ট ব্যবস্থায় চালিত যুব উন্নয়নে কর্তব্যরত কর্মকর্তাদের বেতন-ভাতা সমস্যা সহ লোকবল সংকটেও ভুগতে হচ্ছে দীর্ঘ দিন ধরে। আবাসিক ট্রেডে গবাদী পশু, মুরগী পালন প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি খাতে ৬ জন প্রশিক্ষক দ্বারা চালিত হলেও শূন্য পদ রয়েছে ৫টি। নাইট গার্ড, এমএলএসএস, অতি জরুরী ৪র্থ শ্রেনীর ৬ টি পদই শূন্য।
প্রতিষ্ঠানটির ডেপুটি কো-অর্ডিনেটর মুহাম্মদ সিরাজুল ইসলাম অভিযোগগুলোর সত্যতা স্বীকার করে বলেন, আমরা প্রয়োজনীয় সার্ভিস দিতে পারছি না এটা সত্য। এর জন্য সরকার চালিত লজিস্টিক ব্যবস্থাই দায়ি। তবে গরুর ভাগ বাটোয়ারা বিষয়টি ভুল ব্যাখ্যা বলে অভিমত ব্যাক্ত করেন। বাজার অনুযায়ী একটি গরু ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে অপরটি ২৮ হাজার টাকা দামে কর্মকর্তারা ক্রয় করেছেন।
তিনি বলেন, সাধ্য অনুযায়ী আমরা প্রশিক্ষনার্থীদের প্রেক্টিকেল দেখাতে এক অথবা দুইদিনের জন্য কমার্শিয়াল ভাবে প্যাকেজ প্রোগ্রামের ব্যবস্থা করে থাকি। বর্তমান সময়ে জিনিষের দাম অনুযায়ী সরকার পর্যাপ্ত অর্থ এই খাতে ব্যয় করছেন না। শুধু তাই নয় আমাদের যে খামার ও হ্যাচারী রয়েছে তা মোটেও পোনা উৎপাদন ও মুরগীর বাচ্চা পালনে উপযোগী নয়।
কর্তৃপক্ষ অচিরেই এসব সমস্যার সমাধান করে প্রতিষ্ঠানটির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবেন এমনটাই প্রত্যাশা সকল প্রশিক্ষনার্থীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com