Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন

বিশেষ প্রতিনিধি ॥ মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স নির্মানের প্রকল্প পরিচালক ও হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেছেন,ব” মানবজীবনের অপরিহার্য্য একটি অংশ। বৃক্ষ ছাড়া মানুষ বাঁচতে পারেনা, মানবজীবন মূলহীন। সভ্যজাতি হিসেবে আমাদের নৈতিক কর্তব্য হচ্ছে গাছ রোপন এবং পরিচর্যা নিশ্চিত করা। সুস্থ ও স্বাস্থ্যসম্মত পরিবেশের জন্য এর বিকল্প নেই। সামাজিক উন্নয়নে শিক্ষা ও বৃক্ষ পরস্পরের পরিপূরক। এনিয়ে সচেতন মহলকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
গতকাল নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতি লিঃ আয়োজিত বৃক্ষরোপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও আল-ইসলাহ নেতা খলকু আহম্মেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দিন, গীতা পাঠ করেন সমিতির উপদেষ্টা অখিল চন্দ্র সূত্রধর। সমিতির প্রতিষ্টাতা সভাপতি ও এনটিভির নর্থ নর্থওয়েষ্ট এন্ড মিডল্যান্ড ব্যুরো প্রধান ফারছু আহম্মেদ চৌধুরীর সার্বিক তত্বাবধানে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী। বক্তব্য রাখেন এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি এম এ হালিম, দৈনিক মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত, উপজেলা জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতির উপদেষ্টা আলহাজ¦ আজিজুল হক চৌধুরী, সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক ও এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, অর্থ সম্পাদক আবদুল মজিদ প্রমূখ। আলেচানা সভা শেষে সমিতির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদ হাসান সহ অতিথিবৃন্দ। এ সময় সমিতির কর্মকর্তাবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।