Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুরির ঘটনাকে কেন্দ্র করে বাহুবলে ৪ গ্রামবাসীর সংঘর্ষ পুলিশসহ শতাধিক আহত

সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে পল্লীতে চুরির ঘটনাকে কেন্দ্র করে ৪ গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে রাজাপুর বাজারে রাজাপুর, কাইতগাঁও, পনারআব্দা ও গোহারুয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজাপুর গ্রামের মাওলানা কুতুব উদ্দিনের বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কাইতগাঁও গ্রামের জাহির আলীকে সন্দেহ করেন মাওলানা কুতুব উদ্দিন। এ নিয়ে এলাকায় দলাদলি সৃষ্টি হলে বিষয়টি আপোসে মীমাংসার চেষ্টা চলে। গ্রাম্য মুরুব্বীরা একাধিক চেষ্টার ফলে গতকাল (বুধবার) বিকেল ৩টার দিকে সালিস বৈঠকে বসার সিদ্ধান্ত নেন। এর আগেই দুপুর ২টার দিকে রাজাপুর, কাইতগাঁও, পনারআব্দা ও গোহারুয়া গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংবাদ পেয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন-তোফায়েল আহমেদ (৩০), ছাদেক মিয়া (৩৫), উজ্জল মিয়া (২৩), বসির মিয়া (২৬), এংরাজ মিয়া (২৬), আফিল মিয়া (২৫), সিরাজ মিয়া (২৫), মকলুম মিয়া (৪৫), সেলিম (২৪), কাওসার চৌধুরী (৩০), রাসেল মিয়া (১৬), আশ্বব আলী (৫৫), আব্দুস সহিদ (৪২), লিটন মিয়া (২৫), সিরাজুল ইসলাম (৩৫), মর্তুজ আলী (৩০), ছালিক মিয়া (৩৮), ইসলাম উদ্দিন (২৭), জহির মিয়া (২৩), ছিদ্দিক আলী (২৬), সুরুজ আলী (৪৫), জয়নাল (২৫), ইদ্রিছ মিয়া (৩৫), এনামুল হক (১৭), সিজিল মিয়া (১৮), নাছির উদ্দিন (৩০), এনামুল (২২),আব্দল আওয়াল (২৬), ভিংরাজ মিয়া (২৮), আব্দুল আওয়াল (২৫), উস্তার মিয়া (৫৫), আমির উদ্দিন (৪০), শায়ে¯-া মিয়া (২২), কুটি মিয়া (৪০), নাছির উদ্দিন (৩৫), তাইতুল (৫২) ও বাহুবল মডেল থানার এসআই আশরাফুল ইসলাম (৩৩)। সংঘর্ষে ওই এলাকার কয়েক একর জমির ধান এবং ইটপাটকেলে দোকানপাঠ ও বাড়িঘরের ক্ষতিসাধন হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আবারো বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।