Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলায় কার্যরত সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে “কৃষি ঋণ মেলা -২০২৩”। কৃষি ঋণ মেলায় ৩১ টি সরকারি/বেসরকারি ব্যাংক অংশগ্রহণ করে ৪% সুদে প্রণোদনা ঋণ, নারী উদ্যোক্তা, মৎস্য চাষ, ডেইরী ফার্ম, গরু মোটা তাজা করণ, শস্য ঋণ সহ বিভিন্ন খাতে ১৮৬ জন গ্রাহককে দুই কোটি সত্তর লক্ষ টাকা ঋণ বিতরণ করেছে। জেলা প্রশাসক ইশরাত জাহান কৃষি ঋণ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ করেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক ও হবিগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব সোহরাব জাকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সাদিকুর রহমান, সোনালী ব্যাংকের ডিজিএম দুলন কান্তি চক্রবর্তী, জনতা ব্যাংকের ডিজিএম আনোয়ার আল রশীদ, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি ও পূবালী ব্যাংকের ম্যানেজার মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরে আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ও ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মেলা চলে।