Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আব্দাবকাইয়ে যুবককে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট ॥ মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবকাইয়ে আলী আজগর নামে এক যুবককে ছুরিকাঘাত করে সর্বস্ব নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আলী আজগর বাদী হয়ে হবিগঞ্জ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (কগ-০১) আদালতে উপজেলার হাতিরথান গ্রামের রফিক মিয়ার পুত্র বাচ্চু মিয়া ও মোঃ আব্দুল্লাহ, একই এলাকার মৃত নজিব আলীর পুত্র তৈয়ব আলীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, আলী আজগরের সাথে বাচ্চু মিয়ার পূর্ব পরিচয় ছিল। সে ইতিপূর্বে তার কাছ থেকে টমটম গাড়ী বিক্রয় করিবে বলে ৭০ হাজার টাকা নিয়ে একটি সেল রিসিট দেয়। কিন্তু গাড়ীটি দেয়নি। বিষয়টি আলী আজগর এলাকার মুরব্বিয়ানগনকে অবগত করলে বাচ্চু মিয়া গংরা ক্ষিপ্ত হয়ে উঠে। এর পর গত ১১ এপ্রিল মঙ্গলবার আলী আজগর ব্র্যাক এনজিও থেকে ১ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে সন্ধ্যার দিকে ওই টাকা নিয়ে প্রয়োজনীয় কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। আব্দাবকাই চৌমুহনীর পার্শ্ববর্তী মিরপুর রোডের মসজিদের পাশে পৌঁছামাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা বাচ্চু মিয়া, আব্দুল্লাহ, তৈয়ব আলী, আলী আজগরকে পাকড়াও করে। এক পর্যায়ে তাকে গলায় ছুরি ধরে ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আলী আজগর শুরচিৎকার করলে বাচ্চু মিয়াসহ উল্লেখিতরা তাকে ছুরিকাঘাত ও পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করায়। গতকাল বৃহস্পতিবার আলী আজগর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত হবিগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) কে দ্রুত ব্যবস্থা নেয়ার আদেশ প্রদান করেন।